"চপ মুড়ি কোল্ড-ড্রিঙ্ক নিয়ে টিভির সামনে বসলে, Netflix ফেল", বিতর্কিত পোস্টে কুৎসার মুখে বিরসা
ভুল শুধরে ক্ষমাও চেয়েছেন পরিচালক
বাংলার নির্বাচন আর সংঘর্ষে প্রাণনাশ প্রায় সমার্থক। বিধানসভা নির্বাচনের বহু আগে থেকেই চলছে শাসক-বিরোধী সংঘাত। প্রথম দিন থেকে শুরু করে প্রতিটি দফায় হিংসাত্মক কার্যকলাপ রেকর্ড ছাড়িয়ে গেছে। গোলাগুলি, বোমাবাজিতে খালি হয়েছে কত মায়ের কোল, আর এমতাবস্থায় এই রক্তাক্ত বাস্তবতাকে এন্টারটেইনমেন্ট বা সিনেমার সঙ্গে গুলিয়ে ফেলে, একটি ফেসবুক পোস্ট করে যারপরনাই বিতর্কের মুখে পড়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। কাল চতুর্থ দফায় ভোটগ্রহণেও শীতলকুচি থেকে হাওড়া, দিনভর দিকে দিকে উত্তেজনা চরমে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জন নিহত হওয়ার ঘটনায় এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি, এরই মাঝে পরিচালকের এহেন ফেসবুক পোস্ট মোটেও ভাল চোখে দেখেননি নেটিজেনরা।
গত সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে তিঁনি লেখেন, "কী ক্যালাকেলি চলছে। চপ মুড়ি কোল্ড-ড্রিঙ্ক নিয়ে টিভির সামনে বসলে, নেটফ্লিক্স ফেল"। বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপকেই তিনি নির্দেশ করতে চেয়েছেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এইরকম এক অশান্ত পরিস্থিতিতে একজন বুদ্ধিজীবী হয়েও কীভাবে এমন "দায়িত্বজ্ঞানহীন" মন্তব্য পোস্ট করেন পরিচালক, প্রশ্ন করেন নেটনাগরিকরা। ব্যক্তিগত আক্রমণ থেকে তাঁর সিনেমার প্রসঙ্গ তুলে কটাক্ষ, বিরসাকে তুলোধনা করতে কিছুই বাদ রাখেননি আমজনতা। যদিও চাপের মুখে শেষমেশ পোস্টটি ডিলিট করেন পরিচালক এবং পরিবর্তে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট করেন তিনি।