ভয় দেখিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করছে ফেডারেশন, অদ্ভুত বিজ্ঞপ্তিতে দ্বিধাবিভক্ত টেলিপাড়া
যদিও ফেডারেশনের তরফ থেকে কোন অভিযোগ স্বীকার করা হয়নি, বরং তাঁরা জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চলছে
কলাকুশলীদের বিরুদ্ধে এবারে ধাপে ধাপে সুর চড়াতে শুরু করেছে ফেডারেশন। প্রথমে বলা হয়েছিল শুট ফ্রম হোম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর এবারে সমস্ত কলাকুশলীদের কাছে হুমকি বার্তা পাঠানো হলো ফেডারেশনের তরফ থেকে। সেই বার্তায় স্পষ্ট লেখা রয়েছে, যদি বিনা পরিশ্রমে ব্যাংকের মাধ্যমে প্রযোজকেরা পারিশ্রমিক পাঠিয়ে থাকেন তাহলে সেই অর্থসাহায্য যেন কলাকুশলীরা গ্রহণ না করেন। বরং সেই টাকা সরাসরি ফেডারেশনের হাতে তুলে দেওয়া হয়। নতুবা তার বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করার হুমকি দিলো ফেডারেশন। ফলে আবারো সামনে চলে এলো প্রযোজক এবং ফেডারেশন এর মধ্যে থাকা সমস্যা যার ফলে দ্বিধাবিভক্ত টেলিপাড়ার সমস্ত কুশীলবেরা। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, "আমরা যা বলেছি তা ১৫ পাতায় বিবৃতিতে জানিয়েছি। আলাদা করে কোনো হুমকি বার্তা পাঠানো হয়নি। সবটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার।"
প্রসঙ্গত উল্লেখ্য, প্রডিউসারস গিল্ডের অভিযোগ, এই ধরনের হুমকি দিয়ে কলাকুশলীদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি প্রযোজকদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ফেডারেশন। লকডাউনের ফলে বর্তমানে শুটিং বন্ধ। এই পরিস্থিতিতে বাড়ি থেকে শুটিং করার প্রক্রিয়া শুরু করেছেন অনেকে। তার মধ্যেই আবার এরকম একটি অদ্ভুত বিজ্ঞপ্তি জারি করেছে ফেডারেশন। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে ধারাবাহিকের শুটিং করলে তাঁদের সদস্য পদ বাতিল করা হবে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।