'মিসিং' উন্মেষ গাঙ্গুলীর খোঁজ পাওয়া যাবে "Nehru's Speech" এ!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/08/2023   শেষ আপডেট: 07/08/2023 4:06 p.m.
instagram.com/unmesh_ganguly

স্বাধীনতা দিবসের প্রাক্কালে চমক দিলেন 'বাঁকুড়া মিমস' খ্যাত উন্মেষ, আসছে তাঁর অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি

'মিসিং' উন্মেষ গাঙ্গুলী (Unmesh Ganguly)? জনপ্রিয় ইউটিউবারের এই পোস্ট বেশ কিছুদিন আগে সাড়া ফেলেছিল সামাজিক মাধ্যমে। খুব শীঘ্রই সেই কারণ স্পষ্ট হবে অনুগামীদের কাছে। আগামী ১৫ অগস্ট, উন্মেষ অভিনীত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি আসতে চলেছে ইউটিউবে। প্রণয় দাশগুপ্ত (Pronoy Dasgupta) পরিচালিত "Nehru's Speech" এ অভিনয় করেছেন 'বাঁকুড়া মিমস' খ্যাত উন্মেষ। সেই খবরই শনিবার নিজের সামাজিক মাধ্যমে জানালেন সকলের প্রিয় 'ঘোতন'।

হোক না বাঁকড়ি ভাষা, সেই ভাষাতেই নিজের 'সেন্স অফ হিউমার' দিয়ে সারা বাংলার মানুষকে এক সুতোয় বেঁধেছেন উন্মেষ। 'বাঁকুড়া মিমস' (Bankura Memes) ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, এমন মানুষ কম। ঘোতন বা টুকাই থেকে শুরু করে যদু মাস্টার, প্রতিটি চরিত্রে তাঁর সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। এই মুহূর্তে তাঁর ইউটিউব চ্যানেল ছাড়াও, বেশ কিছু অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত উন্মেষ। করছেন একাধিক ছবিতে অভিনয়। খুব শীঘ্রই তাঁর অভিনীত "Nehru's Speech" সম্প্রচারিত হতে চলেছে ইউটিউবে। কিছুদিন আগেই এই ছবির পোস্টার সামনে এসেছিল নেটিজেনদের।

ছবিটির নাম শুনে এটি স্বাধীনতাকেন্দ্রিক বিষয়বস্তুর ওপর নির্মিত মনে হলেও, এটি একটি প্রেমের গল্প। থাকবে বড়সর কোনও চমক। এর আগেও উন্মেষকে বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে। অভিনয়ের প্রতি বরাবরই তাঁর ঝোঁক। বলা বাহুল্য, শুধু অভিনয় নয়, পরিচালনাতেও সিদ্ধহস্ত হতে চান তিনি। "Nehru's Speech" এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন স্নেহা দাস (Sneha Das)। আগামী ১৫ অগস্ট, বুকপকেট প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে এই ছবিটি।