নেটিজেনদের ঘুম কেড়ে নিচ্ছেন রাহুল, নেপথ্যে কয়েক সেকেন্ডের ভিডিও
বহুদিন পর নাচের ভিডিও শেয়ার করলেন Rahul Dey
বহুদিন পর নাচের ভিডিও শেয়ার করলেন Rahul Dey, নিজের ঘরেই মাস্ক পরে 'বাহারা' গানে নাচলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সর রাহুল দে (Rahul Dey)। রাতে 'গুড নাইট' বলার সঙ্গেই নিজের নাচের এই ভিডিওটি আপলোড করেন রাহুল। মুহুর্তেই লাইক-কমেন্টের বন্যা।
তবে বহু অনুগামীর আক্ষেপ, 'কেন মাস্ক পরলে'। রাহুলের 'কিউট ফেস' না দেখতে পেয়েই যে এই আক্ষেপ, তা বলার অপেক্ষা রাখে না।
তবে এক নেটিজেনের আবার মন্তব্য, ভিডিও দেখে ক্রাশ খেয়ে নাকি সে উল্টে পড়ে গেছেন! এটি নিছক মজা হলেও, রাহুলের ভিডিও থেকে চোখ সরছে না নেটিজেনদের।
আরও পড়ুন
অনেকেই আবার "Couple Dance"-এর অনুরোধ করেছেন। যদিও রাহুলের সাফ জবাব, "স্বপ্নেও কাপল ডান্স করতে পারলাম না।"