গুরুতর চোট, হাতে অস্ত্রোপচার! কেমন আছেন ফাহিম?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/07/2025   শেষ আপডেট: 10/07/2025 6:29 a.m.
-

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

টেলিপাড়ায় অতি-পরিচিত মুখ ফাহিম মির্জা, যিনি বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। আর তাকেই হাসপাতালের শয্যায় বসে থাকতে দেখে উদ্বিগ্ন অনুগামীরা। ছবিতে দেখা গিয়েছে তাঁর হাতে প্লাস্টার, স্যালাইনের নল গোঁজা, হাসপাতালের শয্যায় বসে আছেন তিনি।

কী হয়েছে অভিনেতার? জানা যাচ্ছে, ক্রিকেট খেলতে গিয়ে গুরুতর জখম হন তিনি। যন্ত্রণায় অবশ হয়ে যায় হাত। তবে আঘাতের পরও খেলা বন্ধ করেননি অভিনেতা। আনন্দবাজার অনলাইনকে ফাহিম জানিয়েছেন, ওই অবস্থাতেই অভিনেতা বাড়ি ফেরেন। ব্যথা কমানোর ওষুধও খান। পরের দিন সেই হাত নিয়েই নাকি শ্যুটিংয়েও যান। এমআরআই করাতেই ধরা পড়ে হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এরপরই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে অস্ত্রোপচার হয় অভিনেতার।

ছবিটি অস্ত্রোপচারের পরের ছবি। বর্তমানে ভালো আছেন অভিনেতা। চলতি সপ্তাহে ধারাবাহিকে তাঁর যোগ দেওয়ার সম্ভবনা আশা করা যায়।