দোকানে বাসন মেজে, মাইলের পর মাইল হেঁটেও মিস ইন্ডিয়ার শিরোপা উঠল মান্যার মাথায়
অভাবের জেরে এক সময় বন্ধ হয়ে গিয়েছিল তাঁর স্কুলে যাওয়া
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০। আর সেই অনুষ্ঠানেই মিস ইন্ডিয়া ২০২০-র মুকুট উঠল মানসা বারাণসীর মাথায়। মিস ইন্ডিয়া রানার্স আপ হন উত্তরপ্রদেশের মান্যা সিং, তবে তৃতীয় হয়েও তাঁর লড়াইটা বাকিদের থেকে একটু আলাদা। মিস ইন্ডয়া রানার্স আপ হওয়ার পর মান্যা সিং জানান, অভাবের জেরে এক সময় বন্ধ হয়ে গিয়েছিল তাঁর স্কুলে যাওয়া। রিক্সা চালিয়ে বাবা সংসার চালাতেন। সামান্য উপার্জনে মেয়ের পড়াশোনা চালানোর ক্ষমতা ছিল না মান্যার বাবার, তাই ছাড়তে হয় পড়াশোনা। কিন্তু হার মানেননি তিনি।
পড়াশোনা বন্ধ হওয়ার পর কিশোর বয়সেই দিনে বিভিন্ন দোকানে বাসন মাজার কাজ করতেন এবং রাতে কাজ করতেন একটি কল সেন্টারে। নিজের কষ্টের উপার্জনের টাকা দিয়েই বইপত্র কেনা থেকে শরীর চর্চা করতেন।
দিন-রাত কাজ করার পর মান্যা যখন ফের স্কুলে যাওয়া শুরু করেন, সেই সময় যাতায়াত ভাড়া বাঁচাতে কয়েক মাইল পায়ে হেঁটে যাতায়াত করতেন তিনি। একটা ছোট্ট ঘরেই খাওয়া দাওয়া, রান্না, ঘুমোনো, পড়াশুনো। সেখানেই মা, বাবা ও ভাইকে নিয়ে তাঁর সংসার।
উল্লেখ্য, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড জুরি টিমে ছিলেন নেহা ধুপিয়া, চিত্রাঙ্গদা সিং, পুলকিত সম্রাট। ছিলেন দুই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ফাল্গুনী ও শেন পিকক। শুধু শরীরি সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তার বিচারেও বেছে নেওয়া হয় এই সুন্দরীদের।