সপ্তাহ পেরোতে না পেরোতেই লক্ষাধিক ভিউস এল "একলা বৈশাখে"
আশা অডিওর ইউটিউব চ্যানেলে শুনুন, গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের গান "একলা বৈশাখে"
সপ্তাহ পেরোতেই এক লক্ষ ভিউস সম্পূর্ণ করল জি বাংলা সা রে গা মা পা খ্যাত তথা বাংলার জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের গান "একলা বৈশাখে"। ঋতম সেনের লেখা এবং স্নিগ্ধজিৎ ভৌমিকের গাওয়া গান বর্তমানে আশা অডিওর (Asha Audio) ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে সগৌরবে, "একলা বৈশাখে"। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রীতিমতোন ভাইরাল গানের নানান ক্লিপ।
অমিত চ্যাটার্জীর কম্পোজিশনে এবং জিৎ চক্রবর্তীর পরিচালনায় "একলা বৈশাখে" গানের মূল চরিত্রে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর মুকুল কুমার জানা (Mukul Kumar Jana)। এছাড়াও অভিনয় করেছেন শ্রেয়া চক্রবর্তী এবং পূজা দাস।
আরও পড়ুন
বৈশাখে একলা না থাকার নায়ক মুকুলের হাতে পোস্টার "গার্লফ্রেন্ড চাই"। কলকাতার নানান জায়গায় হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং।