ছেলের প্রথম পুজো, আবেগে ভাসলেন গৌরব-ঋদ্ধিমা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/10/2023   শেষ আপডেট: 24/10/2023 9:05 p.m.
instagram.com/ridhima.ghosh

লাইমলাইট থেকে ছেলেকে দূরে রাখবেন কী গৌরব-ঋদ্ধিমা?

১৬ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। সদ্য বাবা হয়েছেন সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী। সুখবর প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছিল গৌরব এবং ঋদ্ধিমার সমাজমাধ্যমের পাতা। ছেলের নাম রেখেছিলেন "ধীর"।

তবে সুখবর প্রকাশ্যে এলেও, ছেলের ছবি কখনও শেয়ার করেননি গৌরব-ঋদ্ধিমা। যদিও সপ্তমীর শুভক্ষণে ছেলের ছবি প্রকাশ্যে আনেন ঋদ্ধিমা-গৌরব। জানিয়েছিলেন শারদীয়ার শুভেচ্ছা।

বলাবাহুল্য, ছেলেকে দেখিয়েছিলেন তাঁরা। দেখাননি মুখ। এবারেও একই ভাবেই ছেলেকে কোলে নিয়ে সামনে এলেন গৌরব-ঋদ্ধিমা।

ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, "ধীরের প্রথম পুজোর আজ শেষ দিন। মা দুর্গা সকলের মঙ্গল করুন। আসছে বছর আবার হবে। আমাদের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গুরুজনদের প্রণাম, আর ছোটদের অনেক আদর।"