মিটু'র অভিযোগে অভিযুক্ত বিখ্যাত 'টুম্পা' গানের গায়ক দীপাংশু
আত্মহত্যার হুমকি সহ মারধর করতো দীপাংশু, অভিযোগ প্রাক্তনীর
'টুম্পা' গানের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া, এই গানে অভিনয় করতে দেখা গিয়েছে একঝাঁক তাবড় তাবড় তাড়কাদের, আর সেই তালিকায় অন্যতম দীপাংশু আচার্য। যিনি টুম্পা গানে ‘ব়্যাপ’ করেছেন। তবে তিনি শুধু ব়্যাপ্যার নন, বরং দীপাংশুর আরেকটা পরিচয় রয়েছে। অভিনয়ের পাশাপাশি গীতিকার, লেখক, কমেডিয়ান এবং প্রাক্তন রেডিও জকি।
এবার এই অভিনেতা,কমেডিয়ান,গীতিকারের বিরুদ্ধে মিটু-র অভিযোগ আনলেন তাঁর প্রেমিকা, স্ত্রী ও বান্ধবী। সম্প্রতি শ্রেয়সী চৌধুরী নামের একজন নিজেকে দীপাংশুর প্রাক্তন প্রেমিকা বলে দাবি করে। এমনকি দীর্ঘ ১২ বছর আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সম্পর্কে থাকাকালীন নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও শ্রেয়সী হিন্দুস্তান টাইমস্'কে জানান। এমনকি দীপাংশু নাকি বাড়ি গিয়ে নিয়মিত আত্মহত্যা করবার হুমকি দিত, সকলের সামনে মারধর করতো বলেও জানান শ্রেয়সী চৌধুরী। শুধু তাই নয়, তিন বছর ধরে শ্রেয়সীকে স্টক করেছেন দীপাংশু।
তবে মিটুর সম্পর্কিত যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে দীপাংশু আচার্য। তিনি বলেন, গোটা বিষয়টাই অতিরঞ্জিত। শ্রেয়সীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরেও তাঁদের বন্ধুত্ব ছিল। এমনকি দীপাংশুর দ্বিতীয় বিয়ের তত্ত্বও নাকি সাজিয়েছিল শ্রেয়সী।
এবার এ বিষয়ে মুখ খুলেছেন টলি পাড়া। দীপাংশুর দীর্ঘ দিনের বন্ধু, অভিনেত্রী সায়নী ঘোষ আনন্দ বাজারে বলেন,“আমি ওকে অনেক দিন ধরে চিনি। শ্রীতমাদিকেও জানি। সত্যি যদি নিগ্রহ বা শারীরিক অত্যাচার করে থাকে দীপাংশু তাহলে ওর শাস্তি পাওয়া উচিত। তবে এখন যা শুনছি তা এক তরফের বয়ান। তা থেকে কিছু বলা যায় না। যাদবপুরের যে মেয়েরা এত লড়াকু তারা এমন একটা মানুষ সম্পর্কে এত দিন পরে লিখল কেন? তখনই প্রতিবাদ করেনি কেন?”