১০০ কোটিতে কাজ করা মুশকিল! একলাফেই পারিশ্রমিক বাড়াল বাহুবলী'র প্রভাস

শ্রেয়া সাহা
প্রকাশিত: 14/01/2022   শেষ আপডেট: 14/01/2022 7:51 a.m.
instagram.com/actorprabhas/

এক একটি সিনেমায় অভিনয় করতে কত পারিশ্রমিক নেন প্রভাস?

সময়ের বদ্দ অভাব। আগামী আড়াই বছর খুব ব্যস্ত 'বাহুবলী' (Bahubali) খ্যাত প্রভাস (Prabhas)। হাতে রয়েছে (Entertainment News) একের পর এক বিগ বাজেটের ছবি।

সব মিলিয়ে তাও পাঁচটি কিংবা তার বেশি। তেলুগু এবং কন্নড়ের পাশাপাশি নাকি হিন্দিতেও মুক্তি পাবে এই সমস্ত ছবি।

শুধু তাই নয়, বিদেশের মাটিতেও দেখা যেতে পারে তা। কাজেই, বাজেটও বেশি।

প্রযোজকেরা জানিয়েছেন, সব মিলিয়ে এক একটি সিনেমা তৈরির খরচই নাকি দেড় হাজার কোটি টাকারও বেশি।

বলা বাহুল্য, অমরেন্দ্র বাহুবলী'র দাপট এক সপ্তাহেই ৬০০ কোটির বেশি ব্যবসা করেছিল।

আর সব মিলিয়ে ৩ হাজার ৬১৬ কোটি টাকা ঘরে তুলেছিলেন প্রযোজকেরা। 'বক্স অফিস ইন্ডিয়া'র দাবি, ২০১৫ সালে দেশের ১৬০০টি সিনেমা হলে দেখানো হয়েছিল প্রভাস অভিনীত 'বাহুবলী: দ্য বিগিনিং’। এস এস রাজামৌলির ওই ফিল্মটি প্রথম সপ্তাহতেই ৩০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছিল।

অন্যদিকে, 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন’ থেকে আয় হয়েছিল ১ হাজার ৭৯৬ কোটি টাকারও বেশি।

কাজেই, বর্তমানে প্রভাসের বাজার দর যে কম নয়, তা স্বাভাবিক। এছাড়াও আগে সিনেমা সংক্রান্ত সব বিষয় শুনে, তারপর বেছে বেছে কয়েকটি ফিল্মে কাজ করার কথা স্থির করেন তিনি। আর তাতে হেঁকে বসেন বিরাট অঙ্কের পারিশ্রমিক।

জানেন কি এক একটা সিনেমার জন্য ঠিক কত টাকা দাবি করেছেন প্রভাস?

সাধারণত এক-একটি ফিল্মের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রভাস। তবে চলতি সপ্তাহেই প্রকাশ্যে আসতে চলেছে প্রভাস অভিনীত ‘স্পিরিট'। আর তাতে নিজের পারিশ্রমিক আরও ৫০ কোটি বাড়িয়ে দিয়েছিলেন প্রভাস।

শোনা যাচ্ছে, এই ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন করিনা কপূর খান।