"সাপের গালে চুমুতো হল, ব্যাঙের গালেও সেরে ফেলুন", পাইথন নিয়ে ছবি দিব্যজ্যোতির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/10/2022   শেষ আপডেট: 11/10/2022 7:43 p.m.
instagram.com/dibyojyoti_dutta_

গলায় এক বিশাল হলুদ পাইথন সাপ জড়িয়ে দিব্যি বসে রয়েছেন অভিনেতা

"সাপের গালে চুমুতো হল, এবার ব্যাঙের গালেও সেরে ফেলুন"- টেলিতারকা দিব্যজ্যোতি দত্তের (Dibyajyoti Dutta) কমেন্ট বক্স আপাতত এই মন্তব্যেই ভরেছে। "দেশের মাটি" ধারাবাহিকের 'কিয়ান' তাঁকে এনে দিয়েছিল ঝুলি ভরা সাফল্য। বর্তমানে "অনুরাগের ছোঁয়া" ধারাবাহিকে একেবারে প্রধান চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি। দর্শকদের মন জয় করে নিয়েছে তাঁর অভিনয়।

তার জেরেই সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুগামীর সংখ্যা বেশ ভালোই। কাজেই অনুগামীদের আপডেট দিতে নানান ছবি ও ভিডিও শেয়ার করে নেন দিব্যজ্যোতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে গলায় এক বিশাল হলুদ পাইথন সাপকে জড়িয়ে দিব্যি বসে রয়েছেন অভিনেতা।

নিমেষের মধ্যেই পোস্ট ভাইরাল, সঙ্গে উপছে পড়ছে কমেন্ট। দিব্যজ্যোতি আবার ক্যাপশনে লিখেছেন, "সবথেকে সুন্দর এবং নিরীহ পাইথন।"

দিব্যজ্যোতি যে শুধু সাপ ধরেছেন তা নয়, সাপকে চুমুও খেয়েছেন। সকলের একটাই প্রশ্ন, "ভয় লাগেনি?" আবার তকমা মিলেছে, "সুপার হিরোর"।