সংসদ হিসেবে নতুন ইনিংস শুরু! শপথ নিলেন দেব
শপথ নেওয়ার ভিডিও নিজেই শেয়ার করলেন সামাজিক মাধ্যমে
বুধবার থেকে সংসদ হিসেবে নতুন ইনিংস শুরু করলেন সুপারস্টার দেব ওরফে সাংসদ দীপক অধিকারী। ব্যক্তিগত কারণের জন্য মঙ্গলবার শপথগ্রহণ করতে পারেননি ঠিকই, তবে বুধবার স্পিকার নির্বাচনের দিনই ১৮তম লোকসভার সংসদ হিসেবে শপথ নিলেন দেব (Dev)।
বুধবার দিল্লিতে পৌঁছলেন তিনি। শপথ নেওয়ার ভিডিয়ো নিজেই শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। ধন্যবাদ জানালেন তাঁর ঘাটালবাসীকে।
পরনে অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট। কালো প্যান্ট। কাঁধে ঝোলা সাইড ব্যাগ। চোখে রোদচশমা। বাংলায় শপথ নিয়ে দেব বললেন, "আমি দীপক অধিকারী, দেব। লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ইশ্বরের নামে শপথ করিতেছি যে, আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব। এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলেছি, তা আমি বিশ্বস্তভাবে নির্বাহন করিব।"
এবং শেষে ঘাটালবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে জয় হিন্দ, জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন তিনি।
দেবের কথায়, "ঘাটালের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে তৃতীয় বারের জন্য নির্বাচিত করার জন্য। জয় হিন্দ, জয় বাংলা।"