বড়ো পর্দায় একত্রে কবে কাজ করবেন দেব-অনির্বাণ ভট্টাচার্য?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/07/2023   শেষ আপডেট: 31/07/2023 11:07 p.m.
facebook.com/IamTheDev

বৃহস্পতিবার মুক্তি পেল দেবের আসন্ন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ট্রেলার

Byomkesh O Durgo Rohosyo Trailer: বৃহস্পতিবার মুক্তি পেল দেবের আসন্ন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ট্রেলার। বৃহস্পতিবার বিকালে বাইপাসের ধারের এক হোটেলে দেব অভিনীত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির ট্রেলার পেল মুক্তি। মঞ্চে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং প্রযোজক শ্রীকান্ত মোহতা, রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য এবং পরিচালক বিরসা দাশগুপ্ত এবং দেব।

এক ফ্রেমে দেব-সৃজিত এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখে এবার বড়ো পর্দায় একসঙ্গে তাঁদের দেখতে আগ্রহী নেটপাড়া। তবে জানেন কী, এর আগেও একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন দেব-অনির্বাণ।