শান্তিভঙ্গের অভিযোগ দেবের নামে, আদালতের দ্বারস্থ প্রবীণ দম্পতি
ঠিক কী অভিযোগ দেবের বিরুদ্ধে?
দেবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রবীণ দম্পতি (প্রতিবেশী)। অভিযোগ, শান্তি ভঙ্গের। ঠিক কী অভিযোগ দেবের বিরুদ্ধে? জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতায় দেবের যে আবাসন রয়েছে, সেখানে একটি মিউজিক স্টুডিও রয়েছে। অভিযোগ, মিউজিক স্টুডিয়ো থাকার কারণে দেবের ফ্ল্যাট থেকে গান, বাজনার শব্দ বাইরে আসে। যে কারণ প্রবীণ ওই দম্পতির সমস্যা হয়। আবাসন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় হাই কোর্টে যান তাঁরা। গত বছর এ বিষয়ে পুরসভার অবস্থান জানতে চায় আদালত।
সংবাদমাধ্যম সূত্রের খবর, দেবের তরফে আদালতে জানানো হয়েছে, কারও অসুবিধা করে কোনও ব্যবসায়িক কাজকর্ম চলছে না।
এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বলেন, "আমার কাছে হাইকোর্ট থেকে আসা এবিষয় কোনও তথ্য আসেনি। এই নিয়ে কিছু বলতে পারব না। কিছু ক্ষেত্রে রেসিডেনসিয়াল জায়গা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা যায়। তবে সম্পূর্ণ বিল্ডিংয়ে ৪০ শতাংশর বেশি কমার্শিয়াল করা যায় না।"