সহযোগিতা করেননি দীপিকা? আবার হতে পারে তলব?
ড্রাগ চ্যাটের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী
আজ এনসিবি দপ্তরে টানা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জেরা করা হয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এনসিবি সূত্রে জানা যাচ্ছে জেরায় যথেষ্ট সহযোগিতা করেননি দীপিকা। তাই সামনের সপ্তাহেই আবার দীপিকাকে জেরার জন্য তলব পাঠানো হতে পারে বলে মনে করছেন অনেকেই।
আজ জেরায় ড্রাগ চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন দীপিকা। তবে জানা যাচ্ছে তিনি ড্রাগ বিষয়ে চ্যাট করলেও কখনও ড্রাগ সেবন করেননি বলে দাবী করেছেন প্রশ্নকর্তাদের কাছে। কিন্তু তাহলে কেনো এই ড্রাগ চ্যাট, কেনো এই চক্রে জড়িয়ে দীপিকা তার কোনো উত্তর এখনও সামনে আসেনি।আজ জেরার শুরুতেই বন্ডে সই করিয়ে জেরার সময় তাঁর মোবাইল নিজেদের জিম্মায় নিয়ে নেন এনসিবি কর্তারা। লিখিয়ে নেওয়া হয় যে দীপিকা মোবাইলের কোনো চ্যাট ডিলিট করতে পারবেন না।
আজকের এই ম্যারাথন জেরা নিয়ে কোথাও কোনও মন্তব্য করেননি দীপিকা। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এসেছে বলে জানা যাচ্ছে এনসিবি সূত্রে।