বসন্তকালে 'হাওয়া'য় মাতল চঞ্চল-নচিকেতা, ভাইরাল দুই বাংলার যুগলবন্দি
দুই বাংলার যুগলবন্দি দেখে, আপ্লুত নেটপাড়া
একদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অন্যদিকে কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী, এক ফ্রেমে এসে গাইলেন গান। ভাইরাল সেই ভিডিও। দুই বাংলার যুগলবন্দি দেখে, আপ্লুত নেটপাড়া।
শুক্রবার রাতে নিজের ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। ভিডিয়োতে দেখা মিলেছে, গলা ছেড়ে নিজের ছবি 'হাওয়া'র জনপ্রিয় গানে সুর তুলেছেন চঞ্চলবাবু। গাইলেন নচিকেতাও।
ভিডিও পোস্ট করে চঞ্চল চৌধুরী লেখেন, "পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস…স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি….আড্ডায় উপস্থিত রবি চৌধুরী, চন্দন সিনহা, কবির বকুল, বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, দিব্য, সৌম্য, উদয়, শান্তা, শুদ্ধ আর বিশেষ মানুষ ইকবাল ভাই….গানে গানে কাটলো অনেকটা সময়….অনেক গল্প তো বটেই…. বিশেষ করে দিব্য, সৌম্য, শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী…..ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশী।"
আবেগঘন হয়ে চঞ্চল চৌধুরীর সংযোগ, "আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা, কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।"