আমির খানের জন্য পাগল তুরস্কের হার্টথ্রব বুরাক ডেনিজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/05/2023   শেষ আপডেট: 06/05/2023 1:43 p.m.
instagram.com/_burakdeniz

মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেন বুরাক

বুরাক ডেনিজ (Burak Deniz), যার জন্ম তুরস্কের সুন্দর শহর ইস্তানবুলে। হাইস্কুলে পড়াকালীন এক কাস্টিং ডিরেক্টরের চোখে পড়েন তিনি, সেই থেকেই শুরু অভিনয়। বর্তমানে সুদর্শন এই অভিনেতার এক হাসিতেই কুপোকাত তুরস্কের সুন্দরীরা। ভারতেও তাঁর জনপ্রিয়তা প্রবল।

তবে জানেন কী? বুরাক কোন বলিউড অভিনেতার জন্য পাগল? অভিনেতা জানান তিনি 'পিকে' ও '৩ ইডিয়টস' দেখেছেন। আর সেই থেকেই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের প্রতি নিজের ভাললাগা শুরু বুরাকের।

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেন বুরাক।