ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগ ফুটে উঠবে রুপোলি পর্দায়, দোসর হবেন প্রসেনজিৎ চ্যাটার্জী
প্রায় এগারো বছর পর বলিউডে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জীকে
তিনি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম মূল স্তম্ভ। তাঁকেই বলা হয় বাংলার 'মিস্টার ইন্ড্রাস্ট্রি'। কিন্তু বলিউডের জমিতেও তিনি রেখে গেছেন তাঁর দক্ষতার ছাপ। দীর্ঘ এগারো বছর পর বলিউডে একটি ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জীকে (Prosenjit Chatterjee)। বিক্রমাদিত্য মোটওয়ানি (Vikramaditya Motwane) পরিচালিত 'জুবিলী' (Jubilee) ওয়েব সিরিজে এক ঝাঁক বলিউড তারকার সঙ্গে দেখা যাবে টলিউড সম্রাটকে।
আগামী পয়লা বৈশাখই প্রসেনজিৎ চ্যাটার্জীর বাংলা ছবি, 'শেষ পাতা' (Sesh Pata) মুক্তি পেতে চলেছে। তার আগেই অভিনেতার সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে, খুশির আবহ তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে। শীঘ্রই ওয়েব সিরিজে আত্মপ্রকাশ ঘটবে অভিনেতার। আর সেটি বাংলা সিরিজ নয়, একেবারে আরব সাগর পেরিয়ে জীবনের নতুন একটি সফরের উদ্যেশ্যে যাত্রা করেছিলেন প্রসেনজিৎ। এর আগে তিনি বলিউডের 'সাংহাই' (Shanghai) ছবিতে অভিনয় করেছিলেন। 'জুবিলী' ওয়েব সিরিজে ভারতীয় চলচ্চিত্র জগতের স্বর্ণযুগ ফুটে উঠবে।
তিন তরুণের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত হওয়ার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'জুবিলী'। ব্যাক্তিগত নানা সংগ্রামের সঙ্গে রয়েছে প্রেম, ঈর্ষা, বিশ্বাসঘাতকতার মত জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের দ্বন্দ্ব। অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) , অপারশক্তি খুরানা (Aparshakti Khurana), রাম কাপুরসহ (Ram Kapoor) বলিউডের তাবড় ব্যাক্তিত্বের উপস্থিতি লক্ষ্য করা যাবে সিরিজ জুড়ে। ১০ টি পর্বের এই সিরিজ ধাপে ধাপে মুক্তি পাবে আমাজন প্রাইমে। প্রথম ধাপ মুক্তি পাবে ৭ এপ্রিল, এবং তার পরবর্তী অংশ মুক্তি পাবে ১৪ এপ্রিল। প্রসেনজিৎ-প্রেমীদের পয়লা বৈশাখ যে সত্যিই জমজমাট হয়ে উঠবে, তা আর বলতে বাকি রাখে না।