তালিবানি সন্ত্রাসের সাথে হিন্দুত্ববাদীর তুলনা, টুইট বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বরা ভাস্কর
নেটিজেনদের একাংশ স্বরার গ্রেপ্তারির দাবি জানিয়েছে
গোটা দুনিয়ার কাছে এখন খবরের শিরোনামে রয়েছে আফগানিস্তানে (Afganistan) তালিবানরাজ। আফগানিস্তানের রাস্তায়, পার্কে দাপিয়ে বেড়াচ্ছে বন্দুকধারীরা। তালিবানের (Taliban) তান্ডব থেকে প্রাণ বাঁচাতে যে কোনও মূল্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা। তালিবানরাজের পুরনো স্মৃতি ও অত্যাচার আতঙ্ক সৃষ্টি করেছে গোটা দুনিয়ায়। এর মাঝেই আফগানিস্তানে তালিবানরাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। স্বরা টুইট করে লিখেছেন, "হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে তালিবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বন্ধ করে থাকি।আমাদের মূল্যবোধ কোনও নির্দিষ্ট সন্ত্রাসের ওপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।"
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল সৃষ্টি করেছে। নেটিজেনদের একাংশ স্বরা ভাস্করের গ্রেপ্তারির দাবি জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এই বলিউড অভিনেত্রী তালিবান সম্বন্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি তালিবানদের ক্ষুদার্থ শিয়ালের সাথে তুলনা করেছিলেন। ওই দেশের মহিলারা মারাত্মক অত্যাচারের মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।। তবে এবার হিন্দুত্ববাদের সাথে আফগানিস্তানের ঘটনার প্রসঙ্গ তুলে আরও বড় বিতর্কে জড়িয়েছেন তিনি। নেটিজেনদের দাবি মেনে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে নাকি, সেটাই দেখার।