ঝগড়া দিয়েই শুরু প্রেম! আজ দশ বছরে পা দিল "বোঝেনা সে বোঝেনা"
অভিনেত্রী মিমি চক্রবর্তীই জানান দিলেন সে কথা
ঝগড়া দিয়ে শুরু প্রেম, গল্পের শেষটা মধুর না হলেও, রাজ চক্রবর্তীর "বোঝেনা সে বোঝেনা" ছবির আজও দাগ কাটে বাঙালির অন্দরে। ঘার নাচিয়ে 'না রে না' হোক কিংবা অরিজিৎ সিংহের কন্ঠে 'বোঝেনা সে বোঝেনা', আজও হিট দর্শকমহলে। একদিকে পায়েল-আবীরের প্রেম অন্যদিকে নূর আর রিয়া তথা সোহম-মিমি, প্রেম জমেছিল দিব্যি।
প্রথমে বেশ ভালোই জমিয়ে প্রেমের মজা-ঝগড়ার আনন্দ নিয়েছিল দর্শকেরা। যদিও শেষে বাস দুর্ঘটনার চিত্র, মুহুর্তেই চোখে জল এনেছিল দর্শকদের।
আরও পড়ুন
দেখতে দেখতে দশ বছরে পা দিল, আমার-আপনার তথা সকলের পছন্দের ছবি "বোঝেনা সে বোঝেনা"। অভিনেত্রী মিমি চক্রবর্তীই জানান দিলেন সে কথা।