চলতি সপ্তাহে শেষ হচ্ছে একের পর এক ধারাবাহিক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/06/2024   শেষ আপডেট: 22/06/2024 6:50 p.m.
-

বিদায়বেলায় চোখে জল তারকা থেকে দর্শক- সকলেরই

জি বাংলা থেকে স্টার জলসা, দুই চ্যানেলেই শেষ হচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। বিদায়বেলায় চোখে জল তারকা থেকে দর্শক- সকলেরই। মন খারাপের ঢেউ সামাল দিতে শুরু হয়েছে একের পর এক ধারাবাহিক। তেমনই চলতি ধারাবাহিকগুলিতেও এসেছে নতুন মোড়। কাজেই, সব মিলিয়ে সমানুপাতিক অবস্থান রয়েছে বললেই চলে।

এই সপ্তাহেই শেষ হচ্ছে জি বাংলার তিনটি ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা', 'অষ্টমী' এবং 'আলোর কোলে'। অন্যদিকে ইতিমধ্যেই বন্ধ হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’। আগামী সপ্তাহে জি বাংলায় শুরু হচ্ছে ‘পুবের ময়না’ এবং ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’।