হট সামার লুকে মনামীর 'জাদু'তে কুপোকাত নেট দুনিয়া

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/06/2022   শেষ আপডেট: 23/06/2022 5:10 p.m.
 Monami Ghosh Actress age, photos & videos
instagram.com/monami_ghosh

মিনি স্কার্ট আর ক্রপ টপে তিনি সাক্ষাৎ 'বার্বি ডল'

কে না চায়, চিরটাকাল যৌবনকে দোসর করে আগামীর পথ চলতে! কিন্তু তা পারে কজন? রাজা যযাতি নাহয় 'চিরযৌবন' লাভের বরপ্রাপ্ত হন, কিন্তু টলিউডের 'বার্বি ডল' মনামী ঘোষ (Monami Ghosh)? তিনি যে সদা যৌবনকে নিজের পাথেয় করে রেখেছেন। সামাজিক মাধ্যমে তাঁর ফুরফুরে মেজাজের বিভিন্ন মুহূর্তে, দর্শক প্রায়ই মজে ওঠেন।

এখন গরমকাল, খোলামেলা, হালকা পোশাকই বহন করতে মানুষ স্বচ্ছন্দ হন। তাঁদের ফ্যাশন ট্রেন্ড হয়ে ওঠেন রুপোলি জগতের নায়িকারা। সম্প্রতি মনামীর পোস্ট করা একটি ভিডিওয় মজেছেন তাঁর অনুগামীরা। তাঁর পোশাক পরিচ্ছদ তো নজর কেড়েছেই, সঙ্গে তাঁর 'ছেলেমানুষি'সুলভ অভিব্যক্তিও বরাবরের মত মন জিতেছে অনুগামীদের। মিনি স্কার্ট, হলুদ ক্রপ টপ, চুলে রিবন, ঠিক যেন অষ্টাদশীর ঘরের তন্বী তিনি। মনামীর এই আবহাওয়া- বান্ধব ফ্যাশন সেন্সকেই অনুসরণ করার পথে হাঁটছেন নেট নাগরিকরা।

শান্তিনিকেতনে গিয়ে আমির খান (Amir Khan), রানী মুখার্জী (Rani Mukherjee) অভিনীত 'গুলাম' (Ghulam) ছবির 'জাদু হে' গানটিতে রিল বানিয়েছেন মনামী। উপচে পড়েছে অনুগামীদের প্রশংসার ঢেউ। সকলেই তাঁর এই সদা লাবণ্যময় হাসিতে, মোহিত হয়ে বাহবা দিতে ব্যস্ত।