পাঁচ দিনে ২ কোটি, বক্সঅফিসে বাজিমাত করল 'বেলাশুরু'
১৫০টি প্রেক্ষাগৃহে হাউসফুল ‘বেলাশুরু’র শো
সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) এবং স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta), এই দুই তারকার ছোঁয়াতেই বাজিমাত। শিবপ্রসাদ-নন্দিতা জুটি পরিচালিত ‘পোস্ত’, ‘হামি’, ‘প্রাক্তনে’র মতো সিনেমাকেও টেক্কা দিয়ে বক্স অফিসে বিপুল আয় ‘বেলাশুরু’র (Belashuru)। ‘বেলাশুরু’-র ঝুলিতে তিন দিনে এক কোটি চল্লিশ লক্ষ।
আর মাত্র পাঁচ দিনেই এই ছবির আয় প্রায় দু’কোটি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বেলাশেষে’। তার সাত বছর পর, মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। মুক্তির দিনই ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘বেলাশুরু’। ছবি মুক্তির তৃতীয় দিন অর্থাৎ রবিবার ১ কোটি ৪১ লক্ষ টাকা আয় করে শিবপ্রসাদ ও নন্দিতা জুটি পরিচালিত এই ছবি।
মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি দেখতে ভিড় জমিয়েছেন সব বয়সীর দর্শকরা। ১৫০টি প্রেক্ষাগৃহে হাউসফুল ‘বেলাশুরু’র শো।
এ শুধু ‘বেলাশুরু’র সাফল্য নয়, গোটা বাংলা সিনেমা জগতের সাফল্য বলেই মনে করেন ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)।