অবশেষে এল চাঁদের আলো! গায়ে হলুদ পেরিয়ে এবার বিয়ের পিঁড়িতে তাহসান- রোজা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/01/2025   শেষ আপডেট: 05/01/2025 9:18 a.m.
-

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

দীর্ঘ ১১ বছর বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গে সংসারের পর অবশেষে ২০১৭ সালে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা। পরবর্তীতে ২০১৯-এর শেষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। সেই সময় বহু তীর্যক মন্তব্যের মধ্যে দিয়ে যেতে হয়েছে মিথিলাকে। পরবর্তীতেই গুঞ্জন ওঠে তাহসানকে ঘিরে। অবশেষে দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বাংলাদেশের অভিনেতা তাহসান। প্রকাশ্যে এল গায়ে হলুদের ছবি।

তাহসানের স্ত্রীর জন্ম বাংলাদেশে হলেও, পরবর্তীতে নিউইয়র্কেই লেখাপড়া করেন তিনি। বর্তমানে সেখানেই মেকআপ আর্টিস্টের কাজ করেন তিনি।

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে।