অ্যাকশন হোক বা বায়োপিক,এপ্রিলে চলছে একাধিক ভিন্ন স্বাদের ছবি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/04/2024   শেষ আপডেট: 20/04/2024 11:39 a.m.
instagram.com/akshaykumar

এই এপ্রিলে বলিউডের কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়?

অক্ষয় কুমার থেকে অজয় দেবগণ, টাইগার শ্রফ থেকে দিলজিৎ দোসাঞ্জ, বলিউডের একাধিক নায়কের ছবি মুক্তি পেতে চলেছে এই এপ্রিলে। কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়, চলুন দেখে নেওয়া যাক।

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ - আলী আব্বাস জাফর (Ali Abbas Zafar) পরিচালিত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' (Bade Miyan Chote Miyan) ছবিটি মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফ (Tiger Shroff) থাকবেন মুখ্য ভূমিকায়। বলাই বাহুল্য, ছবিটি আদ্য প্রান্ত একটি 'অ্যাকশন ফিল্ম'। ছবিতে যেমন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের দুর্দান্ত স্টান্ট, তেমনই রয়েছে হাসি-মজা, প্রেম সব কিছুই।

ময়দান - ভারতের কিংবদন্তি ফুটবলার সৈয়দ আবদুল রহিমের জীবনী অবলম্বনে নির্মিত 'ময়দান' (Maidaan) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn)। ১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতের বুকে ফুটবলের যে সোনালী ইতিহাস প্রতিষ্ঠিত রয়েছে, সেই গল্পই বলছে এই ছবি। অমিত রবিন্দরনাথ শর্মা (Amit Ravindernath Sharma) পরিচালিত এই ছবিটিও ১০ এপ্রিল মুক্তি পেয়েছে।

অমর সিং চামকিলা- এই এপ্রিলেই ফের দর্শক উপভোগ করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলীর (Imtiaz Ali) 'ম্যাজিক টাচ'! পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার (Amar Singh Chamkila) জীবন নিয়ে এই ছবির গল্প আবর্তিত। নাম ভূমিকায় দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। তাঁর বিপরীতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra)। ছবিটি ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায়।

মিস্টার অ্যান্ড মিসেস মাহি - 'রুহি' (Roohi) ছবির পর, 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' (Mr. and Mrs. Mahi) ছবিতে ফের একসঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এবং রাজকুমার রাও (Rajkummar Rao)।

দো ঔর দো পেয়ার - প্রায় অনেকদিন পর বড় পর্দায় 'কামব্যাক' করছেন অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। শুধু তিনিই নন, মাতৃত্বের স্বাদ লাভ করার পর দেখা যাবে ইলিয়ানা ডিক্রুজকেও (Ileana D'Cruz)। শীর্ষ গুহ ঠাকুরতা (Shirsha Guha Thakurta) পরিচালিত 'দো ঔর দো পেয়ার' (Do Aur Do Pyaar) ছবিতে বিদ্যা এবং ইলিয়ানার সঙ্গে দেখা যাবে প্রতীক গান্ধী (Pratik Gandhi) এবং সেনধিল রামামূর্তিকে (Sendhil Ramamurthy)। দুজন দম্পতির মধ্যকার প্রেমের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবিটি। গত ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায়।