এক নজরে, জনপ্রিয় টলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2021   শেষ আপডেট: 19/04/2021 6:10 p.m.
এক নজরে, জনপ্রিয় টলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা Instagram @iamdevadhikari, @ankush.offical, @itsmeabirchatterjee

কেউ এমবিএ, কেউ আবার ডিপ্লোমার ডিগ্রি নিয়েও চাকরির বদলে অভিনয়কে বেছে নিয়েছেন

টলিউডে বিরাজমান জনপ্রিয় তারকাদের শিক্ষাগত যোগ্যতা জানেন? কেউ এমবিএ তো কেউ ডিপ্লোমার ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরির বদলে অভিনয়কে বেছে নিয়েছেন।

দেব অর্থাৎ দীপক অধিকারী (Dev Adhikari)

পুণের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স-এ ডিপ্লোমা করেন দেব।

রাজ চক্রবর্তী (Raj Chakraborty)

যিনি নৈহাটীর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে স্নাতক হন।

যশ দাশগুপ্ত (Yash Dasgupta)

মধ্যপ্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে যশ, কম্পিউটার নিয়ে গ্র্যাজুয়েশন করেন বলে জানা যায়। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)

সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

জিৎ (Jeetendra Madnani)

কলকাতা বিশ্ববিদ্যালয়-কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্রাজুয়েট হন জিৎ।

আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)

গোয়েঙ্কা কলেজ থেকে বি.কম পাস করার পর ICFAI বিজনেজ স্কুল থেকে MBA করেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)

কলকাতার হেরম্ব চন্দ্র কলেজ থেক ইকোনমিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেন যীশু সেনগুপ্ত। 

অঙ্কুশ হাজরা (Ankush Hazra)

হেরিটেজ অ্যাকাডেমি থেকে BBA করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।