জেল থেকে মুক্তি পেলেও এই শর্ত গুলি মেনে চলতে হবে আরিয়ানকে, দেখুন তালিকা
সূত্রের খবর, জেলে থাকাকালীন বেশ কয়েকজন বন্দির পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন আরিয়ান খান
অবশেষে বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টের আদেশে জামিন মঞ্জুর হলো শাহরুখপুত্র আরিয়ান খান এর। শাহরুখ-গৌরী নন খুশির জোয়ারে ভাসলো শাহরুখ ভক্তরা। এদিন রাত্রিবেলা আরব সাগর ঘেঁষা মন্নতের বাইরে হাজির হয়েছিলেন অগণিত শাহরুখ ভক্ত। রীতিমতো দিওয়ালির আমেজ শাহরুখ খানের বাড়ির বাইরে। এতদিন পরে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছে সেই নিয়ে রীতিমতো উৎসবের আমেজ ছিল বাড়িতে। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টের নির্দেশে জামিন মঞ্জুর হওয়ার পর রীতিমতো খুশি আরিয়ান খান। শুধুমাত্র আরিয়ান একা নন, মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট এরও জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত। সন্ধ্যা ছটা নাগাদ আরিয়ানকে জামিনের খবর পৌঁছে দিয়েছিলেন জেলের কর্মীরা। তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রমোদতরীতে মাদককান্ডের অভিযোগে গত ৩ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। তার বিরুদ্ধে এনডিপিসি আইন ৮সি, ২০বি, ২৭, ২৮, ২৯ এবং ৩৫ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। দীর্ঘ ২৬ দিনের লড়াই শেষে অবশেষে আর্থার রোড জেল থেকে মুক্তি পেয়েছেন আরিয়ান খান। বৃহস্পতিবার তৃতীয় দফার শুনানির পরে আরিয়ানের জামিন মঞ্জুর করেন বোম্বে হাইকোর্টের বিচারপতি নীতিন সম্বরে। জেল সূত্রে খবর, জেলে থাকাকালীন কয়েকজন বন্দির পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন আরিয়ান খান। অন্যদিকে, আরিয়ান খান তার শেষ জামিনের আবেদন খারিজ হয়ে যাবার পরে জেনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁর মানসিক অবস্থা দেখে জেল কর্তৃপক্ষ তাকে লাইব্রেরী থেকে কিছু বই পড়ার পরামর্শ দেন। সূত্রের খবর, আরিয়ান খান রাম এবং সীতার উপর একটি বই পড়েছেন। তার আগে আরিয়ান খান দ্যা লায়নস গেট নামক একটি বই পড়েছিলেন। জানা যাচ্ছে, শুক্রবার জামিনের প্রতিলিপি হাতে এলেই আরিয়ান খান এর জামিনের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের মধ্যেই বাড়ি চলে যাবেন আরিয়ান খান।
তবে, জামিনে মুক্ত হলেও তাকে বেশ কিছু শর্ত মানতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন শর্ত মানতে হবে শাহরুখপুত্র আরিয়ান খান কে। প্রথমত, যেকোনো সময় ইচ্ছা হলেই দেশের মধ্যে কোথাও যেতে পারবেন না আরিয়ান খান। মুম্বাই ছাড়ার আগে তদন্তকারী অফিসারকে জানাতে হবে। যদি অনুমতি পাওয়া যায় তবেই কিন্তু আরিয়ান খান মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন। দ্বিতীয়তঃ, জামিনের শর্ত অনুযায়ী বিদেশ সফরে যেতে পারবেন না আরিয়ান খান। জমা রাখতে হবে তার পাসপোর্ট এবং যদি অত্যন্ত জরুরী প্রয়োজনে দেশ ছাড়তে হয় তাহলে বিশেষ অনুমতির জন্য তাকে আবেদন করতে হবে।
তৃতীয়তঃ, আপাতত কোনো সংবাদমাধ্যমে মামলা সংক্রান্ত কোনো বিবৃতি দিতে পারবেন না শাহরুখপুত্র আরিয়ান খান। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করা যাবে না বলে জানানো হয়েছে বোম্বে উচ্চ আদালত তরফে। চতুর্থত, জেল থেকে মুক্তি পাবার পরেও সহ অভিযুক্ত অর্থাৎ আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার সঙ্গে কোন যোগাযোগ রাখতে পারবেননা আরিয়ান। এ ছাড়াও একাধিক নিয়ম মানতে হবে শাহরুখপুত্র আরিয়ান খান কে। এছাড়াও প্রতি শুক্রবার মুম্বাইয়ে এনসিবি অফিসে তাকে হাজিরা দিতে হবে। পাশাপাশি তাদের তদন্তে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে আরিয়ানকে।