আরিয়ান খান ড্রাগ মামলায় গ্রেফতার এক নাইজেরিয়ান, আটকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/10/2021   শেষ আপডেট: 08/10/2021 4:06 p.m.
instagram.com/___aryan___

গৌরী খানের ৫১ তম জন্মদিবসে শুভেচ্ছা ফারাহ খান এবং সুজান খানের

সম্প্রতি এনসিবি মুম্বাইয়ের ড্রাগ মামলায় আটক করেছে নাইজেরিয়ান একজন ব্যক্তি চিনেডু ইগোয়েকে। এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই একটি কেস ফাইল করে দিয়েছেন এবং ৬ মাসের মধ্যে তিনি তদন্ত করবেন। ৪০ টি এস্টেসি ট্যাবলেট সহ তাকে ধরেছে মুম্বাইয়ের এনসিবি। নাইজেরিয়ার এই ব্যক্তির আটকের পরে এই মামলায় আটক ব্যক্তির সংখ্যা হয়ে দাড়ালো ১৮, যার মধ্যে আছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খানও। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের সময়, ওয়াংখেড়ে জানিয়েছেন, তার টিম এই ড্রাগ মামলা নিয়ে দুর্দান্ত কাজ করেছে বিগত কয়েক বছরের মধ্যে। ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং গোয়াতে ১০০ এর বেশি ড্রাগ মামলায় কেস ফাইল দায়ের করে দিয়েছে পুলিশ।

তিনি আরো জানিয়েছেন, এই ড্রাগ মামলায় ইতিমধ্যেই ৩০০ এর বেশি গ্রেফতার হয়ে গিয়েছে। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ড্রাগ পেডেলার এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে মুম্বাই এনসিবি বিউরো। তারা কোনো জঙ্গী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা কিংবা তাদের কোনো আলাদা ল্যাব আছে কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে মুম্বাই এনসিবি। রিয়া চক্রবর্তী ড্রাগ মামলা এবং বলিউডের অন্যান্য ড্রাগ মামলায় এনসিবির এই টিম দুর্দান্ত কাজ করেছে। তারপরেই সম্প্রতি নতুন মামলায় গ্রেফতার হয়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। গোয়াতে একটি বিলাসবহুল জাহাজে পার্টি চলাকালীন অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি।

যদিও সমীর জানিয়েছেন, এই মামলায় যে শুধুমাত্র বলিউডকে টার্গেট করা হচ্ছে এরকম কিন্তু নয়। তিনি জানাচ্ছেন, "আমি শুধুমাত্র একটি মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। আমাদের কাছে প্রত্যেকটি মামলা সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি অ্যাঙ্গেল এবং প্রত্যেকটি অপরাধী আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। যাদের কাছে টাকাপয়সা রয়েছে, যারা অনেক বেশি প্রভাব প্রতিপত্তিশালী, সবার বিরুদ্ধেই আমাদের আইন একেবারে স্বচ্ছ। একেবারে ড্রাগ মাফিয়া এবং ড্রাগ সরবরাহকারী পর্যন্ত আমরা তদন্ত করছি। মুম্বাই এবং গোয়াতে এই সমস্যা দীর্ঘদিনের একটি বড় সমস্যা। আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি যে আমরা এনসিবির হয়ে কাজ করছি। এটি একটি জাতীয় সার্ভিস। সারাদেশের আশা-ভরসা এবং দায়িত্ব আমাদের কাধে রয়েছে। আমরা এই মামলার শেষ দেখে ছাড়ব।"

অন্যদিকে আজকে ছিল আরিয়ান খানের মা গৌরী খানের ৫১ তম জন্ম দিবস। সোশ্যাল মিডিয়াতে তার বন্ধুরা তাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। ডান্স কোরিওগ্রাফার এবং পরিচালক ফারাহ খান, ইন্টেরিয়ার ডিজাইনার সুজান খান সহ আরো অনেকেই গৌরী খানের পাশে দাঁড়িয়েছেন এই সময়ে। ইন্টেরিয়ার ডিজাইনার গৌরি খান এবং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বর্তমানে ড্রাগ মামলায় এনসিবি হেফাজতে রয়েছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই তাকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হবে। এই পরিস্থিতিতে গৌরী খানের জন্মদিনে ফরহা লিখেছেন, "এই দুনিয়ার সবথেকে শক্তিশালী মা এবং নারীকে তার জন্মদিনে আমার শুভেচ্ছা। গত সপ্তাহে তোমার উপর দিয়ে কি গিয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারি।" অন্যদিকে তার ইনস্টাগ্রাম পোষ্টের সুজান খানও গৌরি খানকে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্মদিনে। সুজান লিখলেন, "ভগবানের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় তোমার এবং তোমার পরিবারের উপরে থাকুক।"