আজও মিলল না জামিন, আগামীকাল পর্যন্ত শুনানি স্থগিত বোম্বে হাইকোর্টের
বৃহস্পতিবার দুপুরে হবে তৃতীয় দফায় শুনানি
বি-টাউনের মাদক মামলায় জড়িয়ে দীর্ঘ ২৫ দিন ধরে হেফাজতে রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। শাহরুখ গৌরীসহ গোটা দেশ কখনোই আশা করেনি যে এই মামলা এতদূর এগিয়ে যাবে। চলতি মাসের ২ তারিখে গোয়াগামী একটি বিনোদতরণী থেকে নারকোট্রিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি আরিয়ান খানকে আটক করে। প্রথম দুই দফার এনসিবি হেফাজতের পর আদালতের রায়ে আপাতত মুম্বাইয়ের আর্থার রোড জেল হয়েছে আরিয়ানের ঠিকানা। তবে আজ বুধবার দ্বিতীয় দফায় হাইকোর্টে উঠেছে আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি। দুপুর ২:৩০ নাগাদ শুনানি শুরু হওয়ার কথা থাকলেও তা দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছে।
শুনানির শুরুতেই আরবাজ মার্চেন্টের আইনজীবী অমিত দেশাই দুই বন্ধুর হয়ে সওয়াল করে বলেন, "যে দোষের জন্য সর্বোচ্চ সাজা ১ বছর, তার জন্য বিনা জামিনে এতদিন ধরে কি করে আটকে রাখা হচ্ছে? যা তথ্য প্রমাণ রয়েছে তা স্পষ্ট করছে এখানে ষড়যন্ত্রের কোন প্রশ্ন নেই।" অন্যদিকে আরিয়ানের আইনজীবী বলেন, "গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরী এবং কেন গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করা জরুরি। আরিয়ানে গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের নাম উল্লেখ করা রয়েছে যা আদৌ তার কাছ থেকে উদ্ধার হয়নি।"
তবে আজকেও বাদশাপ্রেমীরা আরিয়ান খানের জামিনের আশায় বুক বাঁধলেও তা হল না। মঙ্গলবার এর পর আজ বুধবারও সম্পূর্ণ হলো না বোম্বে হাইকোর্টের সওয়াল-জবাব পর্ব। আপাতত আরও এক রাত আর্থার রোডের জেলে কাটাতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকে। আজ কোর্টে আরবাজ এবং মুনমুনের পক্ষে আইনজীবীরা সওয়াল রাখলে এনসিবি তরফে পাল্টা জবাব দেয়া শুরু করে। তখনই বিচারপতি জানতে চান কত সময় প্রয়োজন তাঁদের? এর জবাবে এএসজি অনিল সিং জানান, কমপক্ষে এক ঘন্টা। এর জন্য আগামীকাল দুপুর পর্যন্ত শুনানি স্থগিত করে দেন বিচারপতি। এবার আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২:৩০ পর তৃতীয় দফায় শুনানি হবে আরিয়ান মামলায়।
আগামীকাল আরিয়ান খান আদেও জামিন পাবেন নাকি সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শাহরুখপুত্রের জেলে থাকার প্রসঙ্গ নিয়ে টুইট করেছিলেন বলিউড অভিনেতা অধ্যয়ন সুমন। তিনি কিছুদিন আগে টুইট করে লিখেছিলেন, "যতই কঠিন সময়ই আসুক না কেন সব সময় আমি আপনাদের পাশে রয়েছি। আমার সাথে সাথে গোটা দেশ শাহরুখ খানের পাশে থাকবে।" টুইট করার সাথে সাথে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছিলেন #IStandWithSRK, #SRK, #Shah। এবার তিনি বলিউড জীবন নিয়ে বলেছেন, "আপনার যখন দুঃসময়ে আসবে তখন আপনাকে আরও নামিয়ে দেওয়ার চেষ্টা করবে অনেকেই। সেই ঘটনায় এখন ঘটছে শাহরুখ খানের সাথে। যদিওবা আরিয়ান খান মাদক নিয়ে থাকে তাহলেও সব দোষ কেন শাহরুখ খানের হচ্ছে?"