'শুকনো পেঁয়াজকলি', 'নতুন আলুর খোসা' - কেন অনুপমের গানে উদ্ভট কথা?
'তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর' এই গানের পিছনে রহস্য কী?
সাল ২০১০, 'অটোগ্রাফ' ছবির হাত ধরে গানের জগতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অনুপম রায়। 'আমাকে আমার মতো থাকতে দাও’ থেকে 'তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর', 'বেঁচে থাকার গান', 'গভীরে যাও', 'যে কটা দিন' প্রভৃতি গানের স্রষ্টা যিনি, কথা হচ্ছে তাঁকে নিয়ে।
গানের জগতে যতখানি জনপ্রিয়তা তিনি পেয়েছেন, বহুক্ষেত্রে গানের কথা নিয়েও আলোচনার কেন্দ্রতে উঠে এসেছেন অনুপম রায়। প্রেমের গানের মাঝে 'শুকনো পেঁয়াজকলি', 'নতুন আলুর খোসা', 'ও বেলার ডাল-ভাত'- কেন এমন শব্দ ব্যবহার করেন অনুপম? 'অপুর সংসার' এ বিষয়ে গায়কের মন্তব্য, "ভেবে ভেবে তো করা হয় না জিনিসগুলো, মাথায় এসে গিয়েছিল নিশ্চয়ই সে সময় কিছু।"
গায়ক আরও বলেন, যখন ওই গানটি তিনি বেঁধেছিলেন সে সময় হয়তো তার ফ্রিজে সব্জি শুকিয়ে যাচ্ছে। সেই সমস্ত ছোট জিনিস নিয়ে গানের সঙ্গে তুলনামূলক আলোচনায় মেলবন্ধন করতে গিয়েই এমন লিরিক্স।
'তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর' এই গানের পিছনে রহস্য কী? এ বিষয়ে কথা বলতে গিয়ে অনুপম বলেন, নিজের জীবনের ব্যর্থতা, অপূর্ণ প্রেমের থেকেই এই গান লিখেছিলেন অনুপম।