হু হু করে বাড়ছে পেট্রলের দাম, রাস্তায় বসলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/04/2022   শেষ আপডেট: 04/04/2022 8:39 p.m.
instagram.com/achatterjee4

পেট্রলের আকাশ ছোঁয়া দামে নাজেহাল সাধারণ মানুষ, এরই মধ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পোস্ট তুলল হাসির ঝড়

সামাজিক মাধ্যমে (Social Media) প্রতিবাদ হোক, বা কোনো ঘটনাকে কেন্দ্র করে কৌতুকাবরণ সৃষ্টি করা, এই অভিনেতার মত স্বতস্ফূর্ত ব্যাক্তি প্রকাশ খুব কম অভিনেতার মধ্যেই দেখা যায়। নির্দ্বিধায় যেমন কোনো এওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে না ডাকার ক্ষোভ উগড়ে দেন, সেভাবেই পেট্রলের এই আকস্মিক মূল্যবৃদ্ধি নিয়ে মশকরা করতেও ছাড়েন না।

কথা হচ্ছে, এই মুহূর্তে যেকোনো বাঙালি পরিবারের মহিলা মহলের, সবচেয়ে অপছন্দের, 'দুষ্টু ছেলে' রাহুল সিংহ রায় (Rahul Sinha Roy), ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে (Anindya Chattopadhyay) নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। চলতি কোনো ঘটনা বাদ যায়না, তাঁর মন্তব্যের ঝুলি থেকে। পেট্রলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে, তাঁর সেন্স অফ হিউমারের সম্পর্কও যেন সমানুপাতে বেড়ে চলেছে। যেকোনো ঘটনাকে নিয়েই তিনি পেট্রলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গকে জুড়ে দিচ্ছেন। বাদ যায়নি সদ্য অস্কারের (Oscar) মঞ্চে ঘটা, ক্রিস রককে (Chris Rock), উইল স্মিথের (Will Smith) চড় মারারা প্রসঙ্গও।

সম্প্রতি তিনি তাঁর একটি 'ফতুর' লুক সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, এবং তার ক্যাপশনে লিখেছেন, 'পেট্রলপাম্প থেকে ঘুরে এসে, আমার অবস্থা ঠিক যেরকম হয়' (This is how I feel after every visit to the petrol pump)। বলাবাহুল্য, পেট্রলের আকাশ ছোঁয়া দামে স্বভাবতই নাজেহাল আপামর রাজ্যবাসী। তাই অনিন্দ্যর করা এই পোস্টে যেমন সহমত পোষণ করেছেন মানুষ, আবার কিছু অনুগামী, প্রিয় অভিনেতার সঙ্গে পাল্টা মশকরা করার সুযোগও হাতছাড়া করেননি।

প্রায় অনেকেই 'গাঁটছড়া' (Gatchora) সিরিয়ালের প্রসঙ্গ তুলে বলেছেন, 'দ্যুতির সঙ্গে বিয়ে করলে এই অবস্থাই হবে'। প্রসঙ্গত কিছুদিন আগেই 'গাঁটছড়া' সিরিয়ালে দ্যুতি (Dyuti), ওরফে শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee) এবং রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু দ্যুতিও কম যাননা, তিনিও নিজের স্বার্থ সিদ্ধির জন্যই বড়োলোকের ছেলেকে সঙ্গী হিসেবে বেছেছেন। তাই অনিন্দ্যর অনুগামীদের মশকরাগুলিও যথাযথ ভাবে পেতে খিল ধরাচ্ছে।

গত পয়লা এপ্রিল মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abbar Kanchanjangha)। আগামী ২০ মে অনিন্দ্যর অভিনীত, বহু প্রতীক্ষিত ছবি 'বেলাশুরু' (Belashuru) মুক্তির অপেক্ষায়। অনিন্দ্য এই সময়ের মধ্যে অন্যতম ছক ভাঙ্গা, গণ্ডির বাইরের অভিনেতা।

সম্প্রতি তিনি 'আমরা 2GayTher' (Amra 2GayTher) নামে একটি সিরিজ করেন, যেখানে তিনি সমকামী যুবকের চরিত্রে অভিনয় করেন। বোঝাই যাচ্ছে, শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, যেকোনো সামাজিক 'ইস্যু'র প্রতি সোচ্চার তিনি তাঁর কাজের মাধ্যমেও হন।