'সারা' দুনিয়া মেতে, শুভমন-অনন্যাকে লেন্সবন্দি হতে দেখে!

শ্রেয়া সাহা
প্রকাশিত: 04/09/2024   শেষ আপডেট: 04/09/2024 8:18 p.m.
instagram.com/beatsbydre

সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill) বহুবার পেজ-থ্রি'র শিরোনামে এসেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। "হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো" এই স্লোগানও বেশ জনপ্রিয় হয়েছিল শুভমনকে কেন্দ্র করে।

তবে সমস্যা ছিল 'সারা'কে কেন্দ্র করে। কোন সারা? শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর নাকি সৈফ আলি খানের কন্যা সারা আলি খান? তা বুঝতে নেটিজেনদের সমস্যা হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে।

বলিউড তারকা অনন্যা পান্ডের (Ananya Pandey) সঙ্গে ক্রিকেটার শুভমনের ছবি এখন নেটদুনিয়ায় ট্রেন্ডিং। সম্প্রতি 'Beats by Dre' কোম্পানির ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন দু'জনে। তাই ব্র্যান্ড শুটের জন্যই মূলত এই ছবি। তবে সেসব শুট অতীত। দু'জনকে একসঙ্গে ছবিতে দেখে মশগুল নেটজনতা।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে জানিয়েছেন, মিউজিক তাঁর কাছে সবক্ষেত্রেই অনন্য মাত্রা রাখে। 'Beats by Dre' কোম্পানির ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে তিনি বেশ খুশি।