চির অমলিন অমলা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2020   শেষ আপডেট: 27/07/2020 5:36 p.m.
1941 সালে উদয় শঙ্কর এবং অমলা শঙ্কর By Unknown author - http://www.write2kill.in/themes/steam/timthumb.php?src=/files/imagesinside/20120308amala01.jpg&w=%27468%27&h=%27351%27&zc=%271%27, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=23224593

আবার সংস্কৃতি জগতে ঘটলো নক্ষত্র পতন।

১০১ বছর বয়সে চলে গেলেন কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্কর পত্নী অমলা শঙ্কর। গত ২৭শে জুনই ঘরোয়া ভাবে তার ১০১ বছরের জন্মদিন পালন করা হয়েছিলো। বর্তমানে যশোরের ১৯১৯ সালে জন্ম শ্রীমতী অমলা শঙ্করের। তার পিতার নাম অক্ষয় কুমার নন্দী।

১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে প্যারিসে "International Colonial Exhibition-এ নৃত্যশিল্পী উদয় শঙ্করের সাথে তার পরিচয়। তারপর এক সাথে বহু মঞ্চে তারা নৃত্য পরিবেশনা করেছেন এবং ১৯৪২ সালে উদয় ও অমলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৪৮ সালে উদয় শঙ্কর ও অমলা শঙ্কর একত্রে "কল্পনা" নামক চলচিত্রে অভিনয়ও করেছিলেন। তাদের দুই সন্তান পুত্র আনন্দ শঙ্কর ও কন্যা মমতা শঙ্কর।

২০১২ সাল পর্যন্ত তিনি নিরলস কাজ করে গেছেন। ১৯৩৮ সালে অমলা শঙ্করের "সাত সাগরের পারে" গ্রন্থটি মুগ্ধ করেছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুকেও। তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান

"ভবিষ্যতের ভারতের সংস্কৃতি যাদের নিয়ে গর্ব করবে অমলা হবেন তাদেরই একজন।"

পরবর্তী সময় অমলা শঙ্কর ছিলেন সুভাষ চন্দ্র বসুর বিশেষ স্নেহের পাত্রী। তার সাথে অমলা শঙ্কর ছিলেন প্রখ্যাত সেতার শিল্পী রবিশঙ্করের ভ্রাতৃবধূ। দীর্ঘ দিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার তার মৃত্যু খবর জানান নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর কন্যা শ্রীনন্দা শঙ্কর। তার মৃত্যুতে গভীর ভাবে শোকপ্রকাশ করেন সাহিত্য-সংস্কৃতি, চলচ্চিত্র, রাজনীতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। শুক্রবার গান-স্যালুট এর মাধ্যমে কেওড়াতলা মহাশ্মশানে শিল্পীকে শেষ বিদায় জানানো হয়।