থামল যুদ্ধ, ২০ দিনের লড়াই শেষে প্রয়াত হলেন ঐন্দ্রিলা শর্মা
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছেন সব্যসাচী চৌধুরী
মিরাকেল হয়েও যেন হল না আর। মাত্র ২৪ বছর বয়সেই সকলকে ছেড়ে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বাঁচার ইচ্ছে আর পূরণ হল না। ২০ দিন এতখানি লড়াই চালিয়েও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পেল না ঐন্দ্রিলা। গতকাল রাতে ঐন্দ্রিলার সম্পর্কে সমস্ত পোস্ট "অনলি মি" করে দেওয়ার পর থেকেই যেন চিন্তার ছায়া এসেছিল সোশ্যালে।
আজ আচমকাই নিজের অ্যাকাউন্টটিও মুছে ফেলেন সব্যসাচী। তাতেই খটকা লাগতে খবর আসে বেলা ১২:৫৯ মিনিটে প্রয়াত হয়েছেন ঐন্দ্রিলা। বিনোদন জগতে শোকের ছায়া।
গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে গিয়েছে সে। রাখা হয় ভেন্টিলেশনে। শত চেষ্টার পরেও ফিরল না জ্ঞান। গতকাল রাতে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। আজ সকালেও একই ছিল পরিস্থিতি।
অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা।