ছ'বছর আগে মাতৃহারা, ধূলো জমেছে 'সোনামনি' ডাকে, আক্ষেপ শ্রীলেখার
অভিনেত্রীর প্রতিজ্ঞা, "পরের জন্মে তোমায় মাথায় তুলে রাখব মা"
২০১৬ সালে ঠিক এই দিনেই মাতৃহারা হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। মায়ের ডাকা 'সোনামনি' ডাকেও জমেছে ধূলো। এ কষ্ট ভোলার নয় ঠিকই। তাই তো মায়ের ছবি নিয়ে ভিডিও করার সময়েও অনবরত ঝড়ছে শ্রীলেখার চোখের জল। মনে প্রাণে স্রেফ একটাই কথা, "ও মা, একবার ডাকো না মা, সোনামনি বলে। যেখানে থাকি ঠিক সাড়া দেব।"
"আমি শ্রীলেখা"-তে আজ বিশেষ পর্বে রইল মায়ের স্মৃতিচারণ। অন্যদের কাছে এই পর্ব কিছুটা একঘেয়েমি লাগলেও, নিজের জীবনের নানান গুরুত্বপূর্ণ ও আক্ষেপের কথা তুলে ধরেছেন শ্রীলেখা এই ভিডিয়োর মাধ্যমে।
২০১৬, ১২ অগস্ট। অন্যদিনের মতোই ব্রেকফাস্ট করে জিমে গিয়েছিলেন অভিনেত্রী। হঠাৎই বাড়ি থেকে ফোন। মায়ের অসুস্থতার কথা শুনে, একরাশ উদ্বেগ নিয়ে বাড়ি ফিরেছিলেন শ্রীলেখা। ততক্ষণে সবটা শেষ। কথা বলতে বলতে ভিডিয়োর মাঝেই কেঁদে ফেলেন অভিনেত্রী। সঙ্গে তাঁর প্রতিজ্ঞা, "পরের জন্মে তোমায় মাথায় তুলে রাখব মা।"