করোনাক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/01/2021   শেষ আপডেট: 21/01/2021 6:53 p.m.
লিলি চক্রবর্তী ছবি সংগৃহীত

গত শনিবার সকালে জ্বর আসে লিলি চক্রবর্তীর, এরপরেই করোনাক্রান্ত হন তিনি

ফের করোনার কবলে টলিউড, একদিন আগেই কোভিড-১৯ থাবা বসিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর শরীরে। বাড়িতেই আইসোলেশনে ছিলেন অভিনেত্রী। কারণ, জানা গিয়েছিল শরীরের তেমন কোনও উপসর্গ ছিল না তাঁর। তবে চিন্তার ভাঁজ উঠল টলি জগতে।

করোনাক্রান্ত লিলি চক্রবর্তীর (Lily Chakravarty) শারীরিক অবস্থার অবনতি ঘটে এদিন। জানা যাচ্ছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে যায়। ঝুঁকি না নিয়ে তাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের লেভেল এখন স্বাভাবিক। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

প্রসঙ্গত, গত শনিবার সকালে জ্বর আসে লিলি চক্রবর্তীর। পরিবারের সদস্যদের পরামর্শে করোনা (COVID-19) পরীক্ষা করান। পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই আশ্বাস দিয়েছিলেন ৭৯ বছরের অভিনেত্রী। জানিয়েছিলেন, ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। সময়মতো ওষুধ খাচ্ছেন। নার্সিংহোমে ভরতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছিলেন।

আর তার মধ্যেই অক্সিজেনের মাত্রা কমে যেতেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালেও বর্তমানে সুস্থ আছেন তিনি। বয়স বেশি হওয়াটাই চিকিৎসকদের উদ্বেগের একমাত্র কারণ, না হলে লিলি চক্রবর্তীর দেহে তেমন কোনও শারীরিক জটিলতা দেখছেন না। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিনেত্রীকে। শুক্রবার আরও কিছু পরীক্ষা করা হবে।

সূত্রের খবর, ‘বৃদ্ধাশ্রম টু’ ধারাবাহিকের শুটিং করছিলেন লিলি চক্রবর্তী। সেখান থেকেই সম্ভবত সংক্রমণ ছড়িয়ে পড়েছে তাঁর শরীরে।