অর্জুন রামপালের দেওয়া প্রেসক্রিপশন ভুয়ো, দাবি এনসিবির
দিল্লীর এক ডাক্তারের কাছ থেকে সেই প্রেসক্রিপশন জোগাড় করেন
বলিউড মাদক মামলায় অনেক নামজাদা অভিনেতা অভিনেত্রী, পরিচালকের মতো নাম জড়িয়েছে অর্জুন রামপালেরও। গত মাসে অর্জুনের বাড়ি তল্লাশির সময় কিছু ওষুধ এবং কিছু বৈদ্যুতিক যন্ত্র উদ্ধার করে এনসিবি। এনডিপিএস (দ্যা নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যানসাস অ্যাক্ট, ১৯৮৫) -এর আইন অনুসারে সেই ওষুধগুলি খাওয়া নিষিদ্ধ।
তবে অর্জুন দাবি করেছিলেন, মানসিক রোগে ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে এই ওষুধ সেবন করছেন তিনি। সেই ওষুধের পেসক্রিপশন এনসিবির হাতে তুলেও দেন অর্জুন। এনসিবি সূত্রে খবর, সেই প্রেসক্রিপশন সম্পূর্ণ 'ভুয়ো'। অর্জুন তাঁর এক আত্মীয় মারফত দিল্লীর এক চিকিৎসকের থেকে জাল প্রেসক্রিপশন বানান।
সোমবারে অর্জুনকে জেরার পর এনসিবির তরফে জানানো হয়েছিল, যে প্রেসক্রিপশন ভুয়ো প্রমাণিত হলে গ্রেপ্তার করা হবে অর্জুনকে। তবে এখনও অবধি সেই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি এনসিবি। এনসিবি জানিয়েছে, দিল্লীর এক মনোরোগ বিশেষজ্ঞ রোহিত গর্গের কাছ থেকেই এই প্রেসক্রিপশনটি জোগাড় করেছেন অর্জুন। এ বিষয়ে রোহিত গর্গ জানান, তদন্ত সম্পর্কিত কোন বিষয় সম্পর্কে অবহিত ছিলেন না তিনি। যা যা তথ্য ছিল সবই এনসিবি কে দেওয়া হয়ে গেছে। বয়ান রেকর্ডও হয়েছে।