স্কুল খোলার আনন্দে আত্মহারা "বুড়ো খোকা", মিলল শুধু কানমোলা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/11/2021   শেষ আপডেট: 16/11/2021 12:49 p.m.
instagram.com/mirchimir13

তারকার কপালে জুটেছে 'মায়ের' কানমোলা

দীর্ঘ দেড় বছর পর খুলেছে স্কুল-কলেজের দরজা। পুরো চিত্রই একেবারে বদলে গেছে। আগের মতো আর কিছুই নেই। স্কুল খোলার আনন্দে উচ্ছ্বসিত পড়ুয়ারা। তেমনই আনন্দ উপছে পড়েছে "বুড়ো খোকার"।

কে সে? তিনি মীর আফসার আলি (Mir Afsar Ali)। স্কুল খোলার আনন্দে সাতসকালেই নিজের অফিসে হাফপ্যান্ট-শার্ট পরে, গলায় ওয়াটার বোতল ও পিঠে ব্যাগ ঝুলিয়ে কানমোলা খাওয়ার একটি দৃশ্য সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর সেভাবে নেই। কারণ, সোশ্যাল মিডিয়ায় নানান মজার ছবি ও ভিডিও ছাড়াও মানুষকে আনন্দ দিতে নানান কিছু পোস্ট করে থাকেন মীর। তাহলে কেন আজ বিরত থাকবেন?

তাই স্কুল খোলার আনন্দে আত্মহারা মীর। তবে স্কুলে যাওয়ার আগেই খেতে হল কানমোলা! কারণ, সবকিছু ঠিকঠাক থাকলেও, মাস্ক পরতে ভোলেননি মীর। তাতেই তারকার কপালে জুটেছে 'মায়ের' কানমোলা।

আসলে মীর আরও একবার স্মরণ করিয়ে দিতে চাইলেন, করোনা এখনও আছে। কাজেই মাস্ক পরা আবশ্যিক।