ডেঙ্গিতে আক্রান্ত আবির চট্টোপাধ‌্যায়, চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/10/2022   শেষ আপডেট: 26/10/2022 8:27 p.m.
instagram.com/itsmeabirchatterjee

আপাতত ডাক্তারের পরামর্শ মতো আগামী এক সপ্তাহ অভিনেতা বিশ্রামে থাকবেন

শহর কলকাতায় গত ছ’সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ২৬৩, ৪৬৭, ৬২১, ৬৫৪, ৬০৬ ও ৫৯৬। শেষ কিছুদিন যাবৎ এই সংখ্যাটা কমলেও, ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় চিন্তিত কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। অক্টোবর শেষ হতেই পুরসভার বক্তব্য, নভেম্বরেও ডেঙ্গি নিয়ে থাকতে হবে সতর্ক। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন তিনি। পরীক্ষা করাতেই পজিটিভ আসে তার রিপোর্ট।

এই মুহূর্তে বাড়িতেই আবিরের চিকিৎসা চলেছে। অভিনেতার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, "ডাক্তারের পরামর্শে আবিরকে এখন লিক্যুইড ডায়েট মেনে চলতে হচ্ছে। এখন আগের মতো জ্বর ঘন ঘন আসছে না। নিয়মত তাঁর প্লেটলেট পরীক্ষাও করা হচ্ছে। আগের তুলনায় আবির এখন অনেকইটাই ভাল রয়েছেন। আপাতত ডাক্তারের পরামর্শ মতো আগামী এক সপ্তাহ অভিনেতা বিশ্রামে থাকবেন।"

প্রসঙ্গত, ডেঙ্গির প্রভাব পড়েছে দেশেও। সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শুটিং বন্ধ রাখতে হয়েছিল বলিউড অভিনেতা সলমন খানকেও (Salman Khan)। আপাতত সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন তিনি।