বর্ষায় সঙ্গী হোক পুরনো প্রেমের 'নস্টালজিয়া', নচিকেতার সঙ্গে মেতে উঠুন গানে গানে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/08/2024   শেষ আপডেট: 08/08/2024 9:26 p.m.
নচিকেতা চক্রবর্তী ~Facebook@NachiketaChakraborty

এখনও অদম্য নচিকেতা, নিমেষের মধ্যে ফুরিয়ে যাচ্ছে শো এর টিকিট

পেরিয়ে গেছে প্রায় তিন দশক। এখনও তিনি প্রথমদিনের মতই অদম্য। তাঁর যেন হয় না কোনও দ্বিতীয় 'অপশন'। তিনি, নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। আট থেকে আশি এখনও মজেন তাঁর গানে। খুব শীঘ্রই মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে 'নচিকেতা একত্রিশ' (Nachiketa31)। আর তাই, আরও একবার নিজেদের যৌবনের দিনগুলিতে ফিরে যেতে মরিয়া হয়েছেন কলকাতাবাসী।

আগামী ১০ আগস্ট, ফের কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে নচিকেতা চক্রবর্তীর গানের অনুষ্ঠান। আগুনপাখি নিবেদিত এই অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টা নাগাদ। প্রায় সাড়ে তিন ঘন্টার এই অনুষ্ঠানের টিকিট মূল্য শুরু হয়েছে ২০০ টাকা থেকে। অনলাইন টিকিটের জন্য সাহায্য নিতে পারেন 'বুক মাই শো' (Book My Show) এর। তবে অফলাইন টিকিট পাওয়া যাবে যাদবপুর ও পাটুলির 'চা ও নচিকেতা' (Cha O Nachiketa) থেকে।

বেশ কিছুদিন আগেই 'মহানায়ক' সম্মানে সম্মানিত হয়েছেন গায়ক। প্রাথমিক ভাবে তাঁর এই প্রাপ্তি নিয়ে বিতর্কের মেঘ ঘনালেও, নচিকেতার জনপ্রিয়তায় যে কোনও ভাবে প্রভাব পড়েনি, তার প্রমাণ হল তাঁর অনুষ্ঠানের টিকিটের চাহিদা। ইতিমধ্যে হাজার টাকার সকল টিকিট বিক্রি হয়ে গেছে।