কেন্দ্রীয় অভিন্ন পোর্টালে ২৪ জুন থেকে রাজ্যে শুরু স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/06/2024   শেষ আপডেট: 20/06/2024 11:18 a.m.
ব্রাত্য বসু facebook.com/BratyaBasuCultural

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

৮ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এরপর একমাস কেটে গেলেও শুরু হয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া। এই নিয়ে নানান কথা উঠলেও, বুধবার ১৯ জুন রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চালু করলেন কলেজে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল।

২০২২ সাল থেকেই এই অভিন্ন পোর্টাল চালু করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হলেও তা বাস্তুবায়িত হল চলতি বছর। এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে।

আগামী ২৪ জুন থেকে কলেজে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। মনে করা হচ্ছে এই পোর্টালের সাহায্যে উপকৃত হবে পড়ুয়ারা।