উচ্চমাধ্যমিক পরীক্ষায় রদবদল, পরীক্ষা হবে OMR শিটে!
ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
উচ্চমাধ্যমিক পরীক্ষায় রদবদল। সেমেস্টার সিস্টেম ছাড়াও, উচ্চমাধ্যমিকে চালু হতে চলেছে ওএমআর শিট। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) সেমেস্টারের পরীক্ষায় ওএমআরে পরীক্ষা চালু করার কথা ভাবছে শিক্ষামহল। ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক হতে চলেছে দুটো সেমেস্টারে। একটিতে মূলত বড়ো প্রশ্ন এবং অপরটি ছোটো অর্থাৎ MCQ টাইপ। এবং এই MCQ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে ওএমআর শিটে। বলাবাহুল্য, ভবিষ্যতে বড়ো পরীক্ষার ক্ষেত্রে চল রয়েছে ওএমআর শিটের। তবে ওএমআর শিটে উত্তর লেখার ক্ষেত্রে ভয় কাজ করে অধিকাংশ পড়ুয়ার। তাই উচ্চমাধ্যমিক স্তর থেকেই এবার পড়ুয়াদের ওএমআর শিটের সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব হবে।
আরও পড়ুন
ইতিমধ্যেই শিক্ষা মহলের একটা বড় অংশ এই নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।