প্রকাশিত হল শিক্ষক শ্রী রঞ্জন মান্না লিখিত বই "আধুনিকতার আলোকে শ্রীচৈতন্য"

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/09/2025   শেষ আপডেট: 07/09/2025 6:19 p.m.
-

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

শত প্রতীক্ষা এবং পরিশ্রমের পর অবশেষে আনন্দ প্রকাশনের তরফে প্রকাশিত হল শিক্ষক শ্রী রঞ্জন মান্না লিখিত বই "আধুনিকতার আলোকে শ্রীচৈতন্য"। বিচার - বিশ্লেষকের মধ্যে দিয়ে "আধুনিকতার আলোকে শ্রীচৈতন্য" বইটিতে উঠে এসেছে মানব চৈতন্যের কথা। রয়েছে তৎকালীন মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের তুলনা।

কীভাবে শ্রীচৈতন্য তাঁর মানবতাবাদ দিয়ে জাতপাত-ধর্ম নির্বিশেষে গণঅভ্যুত্থান তুলে ধরেছিলেন, তা নিয়েও নিপুণভাবে আলোকপাত করা হয়েছে "আধুনিকতার আলোকে শ্রীচৈতন্য" বইটিতে।

-

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি। এছাড়াও আপনার নিকটবর্তী বই দোকানেও পাওয়া যাবে শিক্ষক শ্রী রঞ্জন মান্না লিখিত বই "আধুনিকতার আলোকে শ্রীচৈতন্য"।