ছিল স্বাধীনতা দিবস, পরিবর্তিত হয়ে হল প্রজাতন্ত্র দিবস! জানেন কি ২৬ জানুয়ারির ইতিহাস?
ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন মিশরের রাষ্ট্রপতি
২৬ জানুয়ারি, এমন একটি দিন যার ভূমিকা বিভিন্ন দিক থেকেই ভারতের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ন। এই দিনটিই কিন্তু প্রথমে স্বাধীনতা দিবস হিসেবে নির্বাচিত করা হয়। মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) দিনটিকে 'স্বতন্ত্রতা সংকল্প দিবস' হিসেবে আখ্যা দেন। ১৯২৯ সালে বছরের শেষদিকে, পণ্ডিত জহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) নেতৃত্বে পূর্ন স্বরাজ নিয়ে আসার শপথের পরেই, ১৯৩০ সালে ২৬ জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ইংরেজ শাসনের অবসান ঘুচিয়ে, স্বাধীনতা দিবস হিসেবে, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটিই শেষমেশ নির্ধারিত হয়।
স্বাধীনতার পরেও ভারতের কোনও আপন সংবিধান ছিল না। সেই কারণে তার আড়াই বছর পর তৈরি হয় দেশের সংবিধান। ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হলে, পরের বছর ২৬ জানুয়ারি সেটি কার্যকর হয়।
এই বছর দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালন করা হবে। ভারতের রাজধানী দিল্লিতে (Delhi) প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির উপস্থিতিতে, বর্ণাঢ্য আয়োজন করা হয় প্রজাতন্ত্র দিবসের। প্রতি বছর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন কোনও এক স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি। এই বছর মিশরের রাষ্ট্রপতি আব্দল ফাত্তাহ আল সিসির (Abdel Fattah Al Sisi) যোগ দেওয়ার কথা প্রজাতন্ত্র দিবসের এই মহা সমারোহে। এছাড়াও প্রতিবারের মত এবারেও যোগ্য ব্যক্তিত্বদের পুরস্কৃত করা হবে তাঁদের সাহসিকতা এবং বীরত্বের জন্য। দিল্লি ছাড়াও, কলকাতার রেড রোডে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যোগদান করে থাকেন এই অনুষ্ঠানে।