উদ্বেগ বঙ্গে! কোভিড পরীক্ষার হার কেন কম? রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের
প্রথম থেকেই সংক্রমণ রুখতে প্রস্তুত কলকাতা পুরসভা
উৎসবের মরশুম শেষেও কোভিড গ্রাফে মিলেছে স্বস্তি। অনেকটাই কমেছে কোভিড সংক্রমণ। তবে ক্রমাগত উদ্বেগ বাড়িয়ে তুলছে বেশ কয়েকটি রাজ্য। তার মধ্যেই উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা। সে কারণেই আরও একবার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠালেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
ঠিক কি কারণে কমছে না সংক্রমণ, কেনই বা কোভিড পরীক্ষার হার কম? এই নিয়েই রাজ্য সরকারকে চিঠি কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের। যদিও প্রথম থেকেই সংক্রমণ রুখতে প্রস্তুত কলকাতা পুরসভা। শুধু তাই নয়, স্বাস্থ্য দফতরের তরফেও একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাগুলিকেও বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ফের একবার বেড়েছে করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ৭২০। অন্যদিকে, সোমবার সংক্রমণের সংখ্যা ছিল ৬১৫। তার সঙ্গে সোমবার রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৩০৬টি। এবং মঙ্গলবার করোনা পরীক্ষা হয়েছে ৩৬,০১৪।