কেউ ধমকালে সোজা বাইরের দরজা দেখিয়ে দিন, হুঁশিয়ারি তৃণমূলের
আজ কার্যত মেগা প্রচার সূচি তৃণমূলের
শিয়রে পুরসভা (Kolkata Municipal Election 2021) ভোট। কলকাতা পুরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে ভোট। প্রার্থীদের পর কলকাতার বুকে একের পর এক জনসভা চলছে তৃণমূলের হেভিওয়েটদের। আজ বউবাজার থেকে শিয়ালদহ (Sealdah) পর্যন্ত দীর্ঘ মিছিলে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকেই নাম না করে অভিষেকের হুঁশিয়ারি, "কেউ ধমকালে-চমকালে সোজা বাইরের দরজা দেখিয়ে দিন। তারপর দেখা যাবে। মনে রাখবেন, এটা নতুন তৃণমূল। গোটা দেশ এই দলের দিকেই তাকিয়ে।"
এরপর শেষে বক্তব্য রাখতে গিয়ে খুশি মুখে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকের এই মিছিলে জনসমাগম রেকর্ড ভেঙেছে।"
প্রসঙ্গত, আজ একদিনে তিনটি জনসভায় শামিল হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঘাযতীনের যুব সংঘের মাঠে যাদবপুর ও টালিগঞ্জের ১৯টি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে আজ প্রচার করেন তিনি। অন্যদিকে, উত্তর কলকাতায় অভিষেকের দীর্ঘ মিছিল। হুডখোলা গাড়িতে অভিষেকের সঙ্গে এদিন মিছিলে শামিল হয়েছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পর্যবেক্ষক তাপস রায়।