সীমান্তে আটক ট্রাকে কি রেশনের গম?
মানতে নারাজ ব্যবসায়ীরা
রাজ্যের রেশন দোকানে মাঝে মাঝেই পাওনা চাল–গম পাচ্ছেন না মানুষ৷ সরবরাহে নাকি ঘাটতি৷ এদিকে উত্তর ২৪ পরগণার ঘোজাডাঙা সীমান্তে শুক্রবার শুল্ক দপ্তর আটক করল ১৭৫টি গম বোঝাই ট্রাক৷ দপ্তরের কর্তাদের সন্দেহ– এগুলি রেশনের গম, পাচার করা হচ্ছিল বাংলাদেশে৷ তাঁদের মতে, রয়েছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকার গম৷ এফআইআর করা হয় বসিরহাট থানায়৷ আপাতত খাদ্য দপ্তরের গোডাউনে জায়গা হয়েছে ট্রাকগুলির৷
বাংলাদেশে রপ্তানির জন্য ঘোজাডাঙা সীমান্তে ২৩ অক্টোবর গম বোঝাই অনেকগুলি ট্রাক আসে৷ বস্তায় বিভিন্ন রাজ্যের এফসিআই–এর ছাপ দেখে শুল্ক দপ্তর আটক করে গাড়িগুলি৷
পুলিশ জানিয়েছে, রাজ্যের যে ব্যবসায়ীরা বাংলাদেশে রপ্তানির জন্য এই গম ঘোজাডাঙায় পাঠিয়েছেন, তাঁদের কাছে গম কেনার নথি চাওয়া হয়েছে৷ যাঁরা বিক্রি করেছিলেন, নথি নিয়ে দেখা করতে বলা হয়েছে তাঁদেরও৷
ব্যবসায়ীদের মুখপাত্র জানিয়েছেন, রসিদ সহ ব্যাঙ্কের মাধ্যমে গম কিনে রপ্তানি করা হচ্ছিল৷ এফসিআই–এর ছাপ মারা বস্তা বাজারে কিনতে পাওয়া যায়৷ ফলে ওগুলি আদৌ রেশনের গম নয়৷
পুলিশ তদন্ত শুরু করেছে৷