শুভেন্দুর পদত্যাগ করা পদে কল্যাণকে বসিয়ে কি বার্তা দিলো তৃণমূল?

তুফান সিংহরায়
প্রকাশিত: 27/11/2020   শেষ আপডেট: 27/11/2020 2:31 p.m.
-

শুভেন্দুর দল ছাড়া কি শুধুই সময়ের অপেক্ষা? সরকার মনোনীত পদে ইস্তফা দিয়ে কি বোঝাতে চাইছেন তিনি?

বৃহস্পতিবার হঠাৎই হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে কোনো প্রতিক্রিয়া দেননি ইস্তফা প্রসঙ্গে। আবার সরকারের পক্ষেও এই ইস্তফাপত্র নিতে দেরি করা হয়নি। উল্টে তড়িঘড়ি ওই পদে নিযুক্ত করে দেওয়া হয় কল্যাণ বন্দোপাধ্যায়কে। এখন রাজ্য রাজনীতিতে শুভেন্দু-কল্যাণ বিরোধ প্রকাশ্য। এর মাঝেই শুভেন্দুর ছেড়ে যাওয়া জায়গায় কল্যাণকে বসিয়ে কি কোনো বার্তা দিতে চাইছে তৃণমূল?

প্রসঙ্গত উল্লেখ্য, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বিদ্যাসাগর সেতু সহ দক্ষিণবঙ্গের অনেক গুরুত্বপূর্ণ সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে। কল্যাণ বন্দোপাধ্যায় এর আগেও এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

কিন্তু শুভেন্দুর এই হঠাৎ পদত্যাগকে অনেকেই দল ছাড়ার প্রথম পদক্ষেপ বলে মনে করছেন। তৃণমূলের একাংশ মনে করছে, এরপর মন্ত্রীত্বের পদে পদত্যাগ করবেন শুভেন্দু। তারপর নিজের ভবিষ্যত পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।