কাল বিকেলেই দক্ষিণবঙ্গের বেশি কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/04/2023   শেষ আপডেট: 20/04/2023 7:55 p.m.
instagram.com/street_licious_

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতাও জারি করা হয়েছে

এক সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহের দহনে পুড়ছে কলকাতা (Kolkata)। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও, দক্ষিণবঙ্গের বৃষ্টি আর স্বস্তি দুইই অধরা। এর মধ্যেই আবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতাও জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এবং শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।