রোদ থাকলেও, আজ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে
আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন
মার্চের শেষ সপ্তাহেই স্বস্তির নিঃশ্বাস! রবিবার থেকে আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। স্রেফ দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার বিকেল থেকে কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন
পূর্বাভাস বলছে, সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।